ঈদ উপলক্ষ্যে 'বাতাসে প্রেম ভাসে' নামের একটি নাটকে একসঙ্গে কাজ করেছেন সজল-তানজিন তিশা। নাটকটির চিত্রনাট্য লিখেছেন শিহাব মাসুম এবং পরিচালনা করছেন সহিদ উন নবী।
সজল বলেন, 'বাতাসে প্রেম ভাসে' কাজটি করতে গিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। কারণ লুকানো ভালোবাসা এই গল্পে দেখানো হয়েছে। যেটা দর্শকদের ভালো লাগবে বলে আমি মনে করি।
নাটকটির শ্যুটিং হয়েছে উত্তরায়
তানজিন তিশা বলেন, নাটকের গল্পে অনেকেই নিজেদের ভালোবাসা খুঁজে পাবেন। এখানে অনেক খুনসুটি, দুই বন্ধুর মারামারি, মান অভিমান রয়েছে।
'বাতাসে প্রেম ভাসে' নাটকে আরও অভিনয় করছেন শামীম হাসান সরকার, জ্যাকি আবদুল্লাহ, নাবিলা প্রমুখ। নাটকটি আগামী ঈদে প্রচারিত হবে।
বিডি প্রতিদিন/ফারজানা