জনপ্রিয় কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাসের কাহিনী অবলম্বনে আবুল হায়াত নির্মাণ করেছেন নাটক 'অমিত্রাক্ষর'। জাফর ও জোলেখার দাম্পত্য জীবনের জটিলতা নিয়ে এগিয়েছে গল্প। বয়সের ব্যবধান ১০ বছর হলেও তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে। তবে বয়সটা মাঝে মধ্যে জটিলতার কারণ হয়েও দাঁড়ায়।
জাফর ভালোবাসার গভীরতায় যতটাই ঘনিষ্ঠ হতে চায় জোলেখা ততই আড়ষ্ট আচরণ করে। কারণ শরীর বাড়ন্ত হলেও মানসিকভাবে সে কৈশোরকে পেরোতে পারছিল না তখনো। তার চোখে প্রেম স্বর্গীয় এর ব্যতিক্রম হলো ল্যাম্পট্য। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব।
নাটকে অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন আবুল হায়াত। মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন ও সাজ্জাদ। এছাড়াও আছেন শিরীন আলম, মাসুম আজিজ প্রমুখ। চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ৭ টা ৪০ মিনিটে।
বিডি প্রতিদিন/ফারজানা