বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোর দ্বিতীয় বছর শেষ করে আজ তৃতীয় বছরে পদার্পণ করতে যাচ্ছে। মাত্র দুই বছরের মধ্যেই চ্যানেলটি স্বকীয় অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছে।
বর্ষপূর্তি উপলক্ষে চ্যানেলটির নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ বলেন, ‘আমরা চাই নিউজ টোয়েন্টিফোর একটি জনবান্ধব গণমাধ্যম হয়ে উঠুক। সংবাদের বস্তুনিষ্ঠতা, গুণগত মান, সবার আগে সর্বশেষ খবর পৌঁছানো— এই বিষয়গুলো বরাবরের মতোই প্রাধান্য পাবে। অনুষ্ঠানে গুণগত মান নিশ্চিত করে দর্শকদের আকাঙ্ক্ষা পূরণের অগ্রযাত্রায় আমরা আমাদের দর্শকদের পাশে চাই। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপন পরিবেশক, ক্যাবল অপারেটর ও শিল্পী-কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
বর্ষপূর্তি ও আগামীর পরিকল্পনা প্রসঙ্গে চ্যানেলটির প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নি বলেন, জনগণের পক্ষে থাকার প্রতিশ্রুতি নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। গত দুই বছরে আমাদের সাহসী, পরিশ্রমী, উদ্যমী তরুণ সহকর্মীরা সারা দেশের আনাচে-কানাচে থেকে জনগণের সুখ, দুঃখ, নানা সমস্যা তুলে আনার চেষ্টা করেছেন। আমরা জনগণের পক্ষে থাকার যে অঙ্গীকার করেছিলাম, তা পূরণের চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি আমরা একটি পজেটিভ বাংলাদেশের রূপ তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই টেলিভিশনের মধ্য দিয়ে। এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। গত দুই বছরে আমরা কি পেয়েছি না পেয়েছি তা দর্শক বিচার করবেন। কিন্তু আমরা থেমে থাকব না, কারণ আমাদের পথচলা মাত্র শুরু হয়েছে। সামনে আমাদের চলা আরও বেগবান হবে।
বিডি প্রতিদিন/২৮ জুলাই ২০১৮/হিমেল