Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৪৬
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:০১

‘সড়ক টু’ সিনেমায় বিকিনিতে উত্তাপ ছড়াবেন আলিয়া

অনলাইন ডেস্ক

‘সড়ক টু’ সিনেমায় বিকিনিতে উত্তাপ ছড়াবেন আলিয়া
সংগৃহীত ছবি

বলিউডের হালের অন্যতম দর্শকপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ২০১২ সালে স্টুডেন্ট অব ইয়ার ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক। এরইমধ্যে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। এবার তিনি আসছেন নতুন ছবি নিয়ে। ছবির নাম ‘সড়ক টু’।

নব্বই দশকের সুপারহিট ছবি ‘সড়ক’ এর সিকুয়্যল এটি। সেই ছবিতে সঞ্জয় দত্ত ও পূজা ভাট অভিনয় করেছিলেন। এবারও সঞ্জয় ও পূজা থাকছেন। তবে প্রধান নায়িকার চরিত্রে থাকছেন আলিয়া। আর তার নায়ক আদিত্য রায় কাপুর।

মহেশ ভাট প্রযোজিত এ ছবিটি আসছে নতুন বছরের মার্চে মুক্তি পাবে। ছবিটিতে অভিনয় করতে পেরে বেশ এক্সসাইটেড আলিয়া। 

জানা গেছে, ছবিতে একজন আধুনি রোমান্টিক তরুণীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। বেশ কয়েকটি দৃশ্যে বিকিনি পড়েও ক্যামেরাবন্দি হয়েছেন আলিয়া। পাশাপাশি অভিনয়ও করেছেন দুর্দান্ত। 

আলিয়া বলেন, এ ছবিটি আমার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক বলে মনে করি। ছবিটিতে আমার চরিত্রটিও সেরকম। আর গল্প চমৎকার। আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে সবার। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান


আপনার মন্তব্য