চলতি মাসেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের জনপ্রিয় তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইতালির লেক কোমোতে হবে আলোচিত এ জুটির বিয়ে। তাই প্রস্তুতি চলছে জোর কদমে। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সাজসজ্জা, কোনো দিকেই কমতি থাকছে না।
বিয়ের দিন দীপিকা কী গহনা পরবেন তা নিয়েও চলছে নানা গুঞ্জন। সম্প্রতি জানা গেছে, বিয়েতে এক কোটি রুপির গহনা কিনেছেন দীপিকা। গহনা কিনতে মুম্বাইয়ের আদ্ধেরিতে অবস্থিত একটি জুয়েলারি দোকানে গিয়েছিলেন দীপিকা। সেখানে বিয়ের জন্য এক কোটি রুপির গহনা কিনেছেন দীপিকা। এর মধ্যে তার হীরা সম্বলিত মঙ্গলসূত্রের মূল্য ২০ লাখ রুপি। এছাড়া রণবীর সিংয়ের জন্য একটি চেইনও কিনেছেন পদ্মাবত অভিনেত্রী।
বিভিন্ন সময় বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। প্রায় ছয় বছর লুকোচুরি শেষে গত ২১ অক্টোবর বিয়ের তারিখ ঘোষণা করেন রণবীর-দীপিকা। আগামী ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কেমোতে জমকালো আয়োজনে মালা বদল করবেন এই তারকা জুটি। সেখানে তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন বলিউডের অনেক নামি-দামি তারকা।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৮/বাজিত হোসেন