'অন্ধকার জগৎ' ছবির আইটেম গান 'নাচুনি বুড়ি'তে দেখা যাবে আলোচিত মডেল-অভিনয়শিল্পী নায়লা নাঈমকে। গানটির কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল। এরইমধ্যে সাভারে গানের শ্যুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
এর আগে 'রাত্রীর যাত্রী' ছবির আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম। নতুন আইটেম গানটি সম্পর্কে তিনি বলেন, অনেক সুন্দর ও বড় আয়োজনের সেটে ‘নাচুনি বুড়ি’ গানটির শুটিং হয়েছে। বেশ ভালো কোরিওগ্রাফিও ছিল। এত অভিজ্ঞ একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। বরাবরের মতো এ গানেও আবেদনময়ী নায়লা নাঈমকে সবাই দেখতে পাবেন। আশা করছি ভালো লাগবে।
‘অন্ধকার জগৎ’ নামের ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। ছবিটিতে আরও অভিনয় করছেন ডি এ তায়েব, মাহিয়া মাহি ও গুলশান আরা পপি।
বিডি প্রতিদিন/ফারজানা