যুক্তরাষ্ট্রের ১৮ শহরে প্রদর্শিত হবে ঢালিউডের বহুল আলোচিত ছবি ‘দেবী’। সান ফ্রান্সিসকোতে ৩ নভেম্বর ছবিটি প্রদর্শিত হয়। প্রদর্শনের আগেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। নভেম্বর মাসজুড়ে ছবিটি প্রদর্শিত হবে স্যাক্রামেন্টো, ওয়াশিংটন ডিসি, ওকলাহোমা সিটি, পোয়েনিক্স, নিউ ইয়র্ক সিটির কুইন্স, ডালাস, মেরিল্যান্ড, অস্ট্রিন, পোর্টল্যান্ড, শিকাগো, কলম্বাস, লস অ্যাঞ্জেলেস, নিউ জার্সি, আটলান্টা, অরল্যান্ডো, নর্থ ক্যারোলিনার রালেই, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ শহরে।
হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মিত ‘দেবী’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯ অক্টোবর। বর্তমানে দেশের ৫০ সিনেমা হলে চলছে ছবিটি।
অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের ছবিটিতে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের। দেবী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।
বিডি প্রতিদিন/ফারজানা