ছয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মডেল ও অভিনেত্রী সারিকা। লিটু সাখাওয়াত এর রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় ‘ব্রেকিং নিউজ’ নামে একটি নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। এই নাটকে সারিকার বিপরীতে দেখা যাবে অভিনেতা সজলকে।
এর আগে ২৮ জুলাই অশিল্পী সুলভ আচরণের দায়ে সারিকাকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ১ আগস্ট থেকে সারিকার নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়। এরপর সেপ্টেম্বর মাসে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নিজের অশিল্পীসুলভ আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন সারিকা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর থেকে তার ওপরে থাকা নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এরপর ৩ নভেম্বর থেকে ‘ব্রেকিং নিউজ’।দিয়ে ক্যামেরার সামনে হাজির হন এই অভিনেতী।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৮/বাজিত হোসেন