কিছুদিন আগেই জানিয়েছিলেন, কেমোথেরাপির প্রভাবে সাময়িক ভাবে দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল তার। তবে ফের তাকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল। নতুন সাজে এসে, নতুন বার্তা দিলেন বেন্দ্রে।
ক্যানসারের চিকিৎসার কারণে সোনালি নিউ ইয়র্কে আছেন চলতি বছর জুলাই মাস থেকে। সোনালি নিজেই ভক্তদের জানিয়েছিলেন, কেমোর দিনগুলির দুঃসহ অভিজ্ঞতার কথা। কেমোথেরাপি চলেছে তার দীর্ঘ সময় ধরে। এর ফলে সব চুল ঝরে গেছে। সেই ছবি পোস্ট করেছিলেন তিনি।
এবার তাকে দেখা গেল অন্য রূপে। মাথায় পরচুলা পরেছেন সোনালি। নিজের ইনস্টায় পোস্ট করা ছবিটিতে সোনালির সঙ্গে আছেন তার স্বামী ও ছেলে। বার্তায় সোনালি লিখেছেন, ‘‘নিউইয়র্কে দীপাবলি শুরু হল দেশের তুলনায় অনেক দেরি করে। আমার কাছে এ এক নতুন অভিজ্ঞতা। এ বছর আমার কাছে খুব বেশি ভারতীয় পোশাক ছিল না। আশপাশে মাত্র একটি পূজা। তা থাক। পুরো ব্যাপারটাই আদতে হৃদয়ের। সকলকে দীপাবলির শুভেচ্ছা। সকলের জন্য এই উৎসব নিয়ে সুখ সমৃদ্ধি ও স্বাস্থ্য নিয়ে আসুক।’’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর