বিনোদনের মাধ্যম হিসেবে ওয়েব সিরিজের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এবার ওয়েব সিরিজে অভিষেক হয়ে গেল ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিরও। আজ শুক্রবার থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে শুরু হয়েছে এর দৃশ্যায়ন। ওয়েব সিরিজটির নাম 'প্রীতি'। সিরিজের নাম ভূমিকায় দেখা যাবে পরীকে।
থ্রিলারধর্মী ওয়েব সিরিজটিতে অনুসন্ধানী প্রতিবেদকের চরিত্রে অভিনয় করছেন পরীমনি। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এ ওয়েব সিরিজে বেশ সাদামাটা লুকেই হাজির হচ্ছেন পরীমণি। শ্যুটিং থেকে তোলা একটি স্থিরচিত্রে দেখা যায় আনমনে বসে পরীমণি কিছু একটা ভাবছেন। সামনে কম্পিউটার ও সাদা কাগজ। নিশ্চয়ই নতুন কোনো প্রতিবেদনের আইডিয়া নিয়ে চিন্তা করছেন 'সাংবাদিক' পরী।
এ বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেন, আজ সকাল থেকে নিজেকে প্রীতি মনে করছি। কারণ চরিত্রের মাঝে প্রবেশ না করতে পারলে ক্যামেরার সামনে দাঁড়ানোর মধ্যে কোনো সার্থকতা নেই। এছাড়া ন্যাচারাল লুকেই ধরা দিয়েছি ক্যামেরায়।
বিডি প্রতিদিন/ফারজানা