বলিউড এখন আলোচিত দুই বিয়ের খবর সরগরম। প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে প্রায় একই সময়ে হতে যাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি দীপিকা বিয়ে করতে যাবেন ইতালিতে। প্রিয়াঙ্কার বিয়ের আসর বসছে ভারতের যোধপুরের রাজপ্রাসাদে। বিয়েতে প্রিয়াঙ্কার বান্ধবী ব্রিটিশ রাজবধূ মেগান মের্কেল আসবেন কী না- এ নিয়ে এখনো সংশয় কাটেনি।
এ বছর ব্রিটিশ প্রিন্স হ্যারিকে বিয়ে করেন হলিউড অভিনেত্রী মেগান মের্কেল। বান্ধবীর বিয়েতে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আশা করা হচ্ছিল ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রিয়াঙ্কার বিয়েতেও মেগান যোগ দেবেন। তবে শেষ পর্যন্ত তা হয়তো হবে না।
মেগা এখন অন্তঃস্বত্ত্বা। এ অবস্থায় চাপ নিতে না পারায় সম্প্রতি অস্ট্রেলিয়া, ফিজি, নিউজিল্যান্ড, টোঙ্গাতে মেগানের রাজকীয় সফরসূচিত কাঁটছাট করা হয়। এ অবস্থায় ডিসেম্বরে মেগানের ভারত সফর সম্ভব নাও হতে পারে। তাছাড়া বিয়ের আয়োজনে রাজবধূ মেগানের জন্য সেরকম কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়াও কঠিন হবে আয়োজকদের জন্য। সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/ফারজানা