বৈশাখী টিভির নিয়মিত আয়োজন প্রিয়শিল্পীর সেরা গানে কাল গাইবেন মমতাজ, শাকিলা, তপন চৌধুরী, ন্যান্সি, চঞ্চল চৌধুরী।
অনুষ্ঠানটি প্রচার হবে (১১ নভেম্বর, রবিবার) রাত ৮টায়। গুণী ও জনপ্রিয় এই শিল্পীদের গান কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের মোহময় আবেশে আছন্ন করবে এতে কোনো সন্দেহ নেই।
মমতাজ গাইবেন রিটার্ন টিকিট, শাকিলা গাইবেন চুপে চুপে, তপন চৌধুরীর কণ্ঠে শোনা যাবে তোমাকে দেখার সাধ, ন্যান্সি গাইবেন তোমাকে ছাড়া আমি এবং চঞ্চল চৌধুরী গাইবেন ধর বন্ধু আমার কেহ নাই। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল হাসান সুজন।
নিজের গাওয়া গানগুলো নিয়ে তারা বলেন, সত্যিই খুব ভাল লাগছে। আশা করি, গানগুলো বৈশাখী টিভির দর্শকদেরও অনেক ভালো লাগবে।
নিজের গান পর্দায় দেখার সুযোগ হবে কিনা জানতে চাইলে, তারা আরো বলেন, নিজের গাওয়া গানগুলো টিভি পর্দায় সব সময় দেখার চেষ্টা করি। কারণ, তা দেখে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নেওয়া যায়। পরবর্তীতে সে ভুলগুলো যাতে না হয় সে ব্যাপারে সব সময় সচেতন থাকি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন