সদ্য সাত পাকে বাধা পড়লেন বলিউডের জনপ্রিয় দুই তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। প্রায় ছয় বছর প্রেম করার পর গত বুধবার (১৪ নভেম্বর) বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের বর্তমান হিট কাপল, দীপিকা পাডুকোন ও রণবীর সিংহ। স্বভাবতই তাদের বিয়ের অনুষ্ঠান, সাজ-পোশাক, মেনু, নিমন্ত্রিত অতিথিদের নিয়ে কৌতূহলের শেষ নেই। তারই মধ্যে প্রশ্ন উঠেছে তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে।
এর মধ্যেই ‘কেমন যাবে দীপিকা-রণবীরের দাম্পত্য জীবন’, তা জানিয়েছে জোতিষশাস্ত্র বিষয়ক ওয়েবসাইটে ‘অ্যাস্ট্রোলজি.কম’।
ওয়েবসাইটে বলা হয়, দীপিকা পাডুকোনের জন্ম ৫ জানুয়ারি। তার রাশি মকর। অন্যদিকে, রণবীর সিংহের জন্ম ৬ জুলাই। তাঁর রাশি কর্কট। দীপ-বীর যে জীবনে সুখি হবেন, তাতে কোনও সংশয় নেই।
কর্কট রাশির মানুষ খুবই ইমোশনাল হন। কিছু না বললেও তারা অনেক কিছু অনুমান করে নিতে পারেন। অন্যদিকে, মকর রাশির লোকজন খুবই ধীরস্থির ও শান্ত স্বভাবের হন। সম্পর্ক গড়ে তোলা ও তা টিকিয়ে রাখার জন্য এই দুই রাশি আপ্রাণ চেষ্টা করে। খুব ছোট করে বললে, মকর ও কর্কট রাশির মধ্যে ‘কম্প্যাটিবিলিটি’ রয়েছে অন্য যেকোনও রাশির তুলনায় অনেক বেশি।
বিডি প্রতিদিন/কালাম