গান গাইতে গিয়ে আয়োজকদের কাছেই হেনস্থার শিকার হয়েছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। রবিবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে এ ঘটনা ঘটে।
ইমন জানান, কৃষ্ণনগর পুরসভা আয়োজিত অনুষ্ঠানে এসেছিলাম। দু’ঘণ্টা গান করেছি। কিন্তু আয়োজকরা বলছেন আমি নাকি এক ঘণ্টা অনুষ্ঠান করেছি। আমার গাড়ি ঘিরে ধরে বলছিল, দেখি তুই কী করে বের হবি। আমার সঙ্গীতশিল্পী বন্ধুদেরও হেনস্থা করা হয়। ভয়ঙ্কর অসভ্যতা। আমি ভাবতেও পারছি না। সাধারণ লোক এসে আমাদের বেরনোর ব্যবস্থা করে দেয়। আমি ফেসবুক লাইভ করেছি বলে ওদের সমস্যা। তাতে আমার কিছু যায় আসে না। আমি পুলিশকে জানাব। প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেব।
উল্লেখ্য, 'প্রাক্তন' ছবির তার বাংলা গান 'তুমি যাকে ভালোবাসো' -এর জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র প্লেব্যাক সিঙ্গারের জন্য ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন ইমন চক্রবর্তী।
বিডি প্রতিদিন/ফারজানা