এবারের ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা জাহারা মিতুর মিউজিক ভিডিও 'বস'। মিউজিক ভিডিওতেও মিতুর বিপরীতে দেখা যাবে আসিফ আকবরকে।
এসডিকে মিউজিক স্টেশনের ব্যানারে এবং নির্মাতা রোহান মাহমুদের নির্দেশনায় 'বস' শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
সম্প্রতি এইচ এম রিপনের কথা ও সুরে 'বস' শিরোনামের মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে গাজীপুরের বিভিন্ন লোকেশনে। অনেকটা ফিল্মি স্টাইলের মিউজিক ভিডিওটি এবারের ভালোবাসা দিবসের সেরা ধামাকা হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
মিতু মিউজিক ভিডিওটি সম্পর্কে বলেন, 'এটি ছিল আসিফ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। তার সঙ্গে কাজটি করতে পেরে ভালো লাগছে। আমি সকল সময় নতুন কিছু, চ্যলেঞ্জিং কিছু করতে চেয়েছি। আর এই মিউজিক ভিডিওটিতেও দর্শকরা আমাকে নতুন ভাবেই আবিষ্কার করবে। শতভাগ দিয়ে আমি চেষ্টা করেছি। আশা করছি বিনোদন প্রেমি দর্শকদের ভালোবাসা দিবসের আনন্দকে পূর্ণ করতে পারবে এটি।'
ভালোবাসা দিবসকে সামনে রেখে মিউজিক ভিডিওটি আগামী ১১ ফেব্রুয়ারি রিলিজ পাওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত