রণবীর সিংয়ের ভক্তের সংখ্যা শুধুমাত্র সিনেমাপ্রেমীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বলিউডের অনেক অভিনেত্রীর পাশাপাশি অনেক অভিনেতাও রয়েছেন যারা রণবীরের ভীষণ ভক্ত। তাই বলে কোন অভিনেতা রণবীরের জন্য সমকামী হতেও প্রস্তুত একথা ভাবা হয়ত অনেকের পক্ষেই সম্ভব নয়। তবে এমনটাই হয়েছে, আর এমন কথা বলেছেন খোদ অভিনেতা রাজকুমার রাও।
সম্প্রতি 'বলিউড লাইফ'কে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন রাজকুমার। তবে অবশ্যই সিনেমায়। রাজকুমারকে প্রশ্ন করা হয়, যদি তাঁকে সমকামীর চরিত্রে অভিনয় করতে হয় কখনও কোন ছবিতে তাহলে নিজের বিপরীতে কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চাইবেন। রাজকুমার এর উত্তরে রণবীর সিংয়ের কথা বলেন।
তিনি বলেন, তিনি রণবীরের অভিনয়ের ভীষণ ভক্ত। বিশেষ করে তাঁর ক্যারিয়ার গ্রাফ যেভাবে এগোচ্ছে, তিনি যে ধরনের নানা রকম ছবিতে কাজ করছেন তাতে তিনি অভিভূত। তাই সমকামীর চরিত্রে যদি অভিনয় করতে হয়, তাহলে রণবীরের সঙ্গেই তিনি কাজ করতে চাইবেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ