বর্ণবাদী মন্তব্য করে ভালোই ঝামেলায় পড়েছেন হলিউড অভিনেতা লিয়ান নিসন। এই বিতর্কের জেরে নিউ ইয়র্কে তার ছবি 'কোল্ড পারস্যুট' রেড কার্পেট প্রদর্শনী বাতিল করে দেয়া হয়েছে। মাত্র দুই ঘণ্টা আগে অনুষ্ঠানটি বাতিল করে দেয়া হয়।
লিয়াম নিসন বলেছিলেন, তার এক বন্ধু ধর্ষণের শিকার হওয়ায় তিনি নির্বিচারে কৃষ্ণাঙ্গদের মারতে চেয়েছিলেন। গত সোমবার তার এ মন্তব্য প্রকাশ করে দ্য ইন্ডিপেনডেন্ট যাতে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
লিয়ামের নতুন ছবিটি একটি প্রতিশোধধর্মী থ্রিলার ছবি। সেই ছবির প্রচারে লিয়াম ওই বিতর্কিত মন্তব্য করেন। সেই ধর্ষণের ঘটনা বহু আগে ঘটেছিল। লিয়াম বলেন, তিনি শুনতে পারেন তার বান্ধবীর ধর্ষক কৃষ্ণাঙ্গ ছিল তখন তার মধ্যেও প্রতিশোধের ইচ্ছা জন্ম নিয়েছিল।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা