বিখ্যাত ইংলিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের প্রথম ইংরেজি উপন্যাস ‘অলিভার টুইস্ট’। যেখানে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সমাজের আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সেই উপন্যাসটি থিয়েটারে রূপ পেতে যাচ্ছে ‘আলেয়া টুইস্ট’ নামে। ইংলিশ অ্যান্ড ডিজিটাল ফর গার্লস এডুকেশন (এজ) ক্লাবস অব টাঙ্গাইল এবং ব্র্যাক-এর সহায়তায় ব্রিটিশ কাউন্সিল সাংস্কৃতিক কেন্দ্র এবং কমলা কালেক্টিভ-এর অংশীদারিত্বে আগামীকাল বুধবার ঢাকার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে আসছে থিয়েটার প্রোডাকশন ‘আলেয়া টুইস্ট’।
জানা গেছে, ব্রিটিশ কাউন্সিল কালচারাল সেন্টার যৌথভাবে বছরব্যাপী তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অনুষ্ঠানে বিভিন্ন ঘরানার শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়, যেখানে তারা বিভিন্ন শ্রেণির দর্শকদের সামনে তাদের দক্ষতা প্রদর্শন করে। কমলা কালেক্টিভের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিখ্যাত ইংরেজি উপন্যাসটি তুলে ধরার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। এই উপন্যাসের নতুন করে তুলে ধরা চরিত্রগুলো প্রায় দু’শত বছর পরে এবং মূল গল্প থেকে হাজার মাইল দূরে উপস্থাপিত হচ্ছে। তবে সময় এবং স্থানের পার্থক্যও তখনকার রুঢ় বাস্তবতাকে সহজ করতে পারেনি যা অলিভারকে মুখোমুখি হতে হয়েছিল।
এই প্রকল্পটি রূপান্তর করেছেন লিজা গাজী এবং এটি পরিচালনা করবেন ফিলিজ ওজকান। দু’জনই কমলা কালেক্টিভের যুগ্ম আর্টিস্টিক ডিরেক্টর। প্রোডাকশনটির অভিনেতা এবং কলাকুশলীদের বাছাই করা হয়েছে স্থানীয় থিয়েটার দলগুলো থেকে এবং তরুণ অভিনয় শিল্পীদের নির্বাচিত করা হয়েছে টাঙ্গাইলের ইংলিশ অ্যান্ড ডিজিটাল ফর গার্লস এডুকেশন (এজ) ক্লাবগুলো থেকে। পুরো দলটি রিহার্সাল এবং তাদের প্রথম শো-এর জন্য মহড়া করবে মধুপুর এবং টাঙ্গাইলে। ঢাকায় একাধিক শোসহ তিনটি থিয়েটার শো-এর মাধ্যমে তিন সপ্তাহের এই প্রকল্পটি শেষ হবে।
বিডি-প্রতিদিন/শফিক