ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মান্নার স্মরণে ‘মান্না জন্মোৎসব-২০২০’ শীর্ষক আয়োজন করছে এমএআর ক্রিয়েশন।
২০২০ সালের ১৪ এপ্রিল মান্নার জন্মদিনে উদ্বোধনী অনুষ্ঠান করার কথা রয়েছে। সেখানে মান্নার স্ত্রী শেলি মান্না ছাড়াও উপস্থিত থাকবেন টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
সাত দিনব্যাপী এই আয়োজনে নায়ক মান্না অভিনীত জনপ্রিয় সাতটি সিনেমা প্রদর্শিত হবে। দেশের একাধিক সিনেমা হলে সাত দিনব্যাপী একযোগে ‘মান্না জন্মোৎসব-২০২০’ পালিত হবে। এমনটাই জানিয়েছেন এমএআর ক্রিয়েশন।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যু হয় নায়ক মান্নার। মান্না অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে আম্মাজান, দাঙ্গা, মনের সাথে যুদ্ধ, লাল বাদশা, বীর সৈনিক, সিটি টেরর, মায়ের মর্যাদা, বিদ্রোহী সালাউদ্দিন, কাবলীওয়ালা, মেশিনম্যান ইত্যাদি।
বিডি প্রতিদিন/ফারজানা