ভয় পেয়েছেন সালমান খান! গত বছরের শুরুর দিক থেকেই মৃত্যু ভয় তাড়া করছে তাকে। লরেন্স বিষ্ণোই যেন পিছু ছাড়ছেন না সালমানের। গত বছর অভিনেতার বাড়িতে গুলি চালায় তার সাঙ্গোপাঙ্গরা। তারপর থেকে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তায় চলাফেরা করেন বলিউড এই মেগাস্টার। যদিও সেটা যে খুব সুখকর নয়, জানিয়েছেন অভিনেতা নিজেই।
চলতি বছরের শুরু থেকে সামান্য স্বস্তিতে ছিলেন বলিউডের ভাইজান, কিন্তু ফের হুমকি দিচ্ছে বিষ্ণোই। সালমানের সঙ্গে যে বা যারাই কাজ করবেন, তাদের গুলি করে মারা হবে। প্রয়োজনে মুম্বাইয়ে চলবে একে-৪৭, কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁ হামলার দায় স্বীকার করে এমনই হুমকি দিয়েছে সে। কপিলের দোষ, তিনি নিজের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে ডেকেছিলেন সালমানকে। নতুন করে হুমকি পেয়ে ফের যেন কপালে চিন্তার ভাঁজ সালমানের। এবার কার ওপর মেজাজ হারালেন!
সম্প্রতি কপিল শর্মার কানাডার ক্যাফেতে ২৫ রাউন্ড গুলি ছোড়ে লরেন্স বিষ্ণোইয়ের দলবল। তবে শুধু কপিল নয়, বলিউডে বড় ছোট সব প্রযোজক-পরিচালককেই সালমান বিষয়ে সতর্ক করে দিয়েছেন বিষ্ণোই। যদিও ঠিক একদিন পরেই বোন অর্পিতা খানের বাড়িতে রাখির উৎসবে যান। যদিও মুখটাও সেভাবে দেখাননি ক্যামেরায়। কিন্তু সম্প্রতি ভাগ্নি অর্থাৎ অর্পিতার মেয়ে আয়াতকে নিয়ে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যান। সালমানকে দেখে প্রায় ঝাঁপিয়ে পড়েন ফটোগ্রাফাররা। ততক্ষণে ছোট্ট আয়াতের অবস্থা চিড়ে চ্যাপটা। ভয় পেয়ে মামার কোলে উঠতে চাইছে সে। আর তা দেখেই মেজাজ হারান সালমান খান।
চোখ রাঙিয়ে শাসনের ভঙ্গিতে বলেন, ‘‘চলুন একদম গুনে গুনে ১০ পা দূরে থাকবেন, দেখছেন ছোট্ট একটা বাচ্চা রয়েছে।’’
এমনিতেই সালমানের মেজাজ গরম হলে রক্ষে থাকে না। নিজের পরিবার বিশেষত এই ভাগ্নিকে খুব ভালবাসেন অভিনেতা। তাই সালমানের ধমক খেয়েই যেন বিশৃঙ্খলা পরিস্থিত হল খানিক সুশৃঙ্খল।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম