১৫ অক্টোবর, ২০১৯ ১১:৫৩

গঙ্গা-যমুনা উৎসবে স্বরশ্রুতির ‘মানুষেরা মানুষের পাশে’

অনলাইন ডেস্ক

গঙ্গা-যমুনা উৎসবে স্বরশ্রুতির ‘মানুষেরা মানুষের পাশে’

রাজধানীতে অষ্টমবারের মতো গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের জনগণের মাঝে মৈত্রীবন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে শুক্রবার এ উৎসব শুরু হয়।

দশ দিনব্যাপী এই উৎসবে মঙ্গলবার সন্ধ্যায় রয়েছে স্বরশ্রুতি’র আবৃত্তি প্রযোজনা ‘মানুষেরা মানুষের পাশে’।

সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে হবে স্বরশ্রুতির এই আবৃত্তি প্রযোজনা। যার গ্রন্থনা ও নির্দেশনায় রয়েছেন মীর মাসরুর জামান রনি।

এ উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের ৩৬টি নাট্যদল এবং ভারতের চারটি দলসহ আবৃত্তি, সংগীত, নৃত্য, পথনাটকের ১২১টি সংগঠনের প্রায় চার হাজার শিল্পী অংশ নিচ্ছেন।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সংগীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চনাটক, পথনাটক, আবৃত্তি, সংগীত, নৃত্য, মূকাভিনয়ের আয়োজন থাকছে প্রতিদিন। উৎসব চলবে ২০ অক্টোবর পর্যন্ত।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর