মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এ বিষয়ে তিনি মিরপুর মডেল থানায় জিডিও করেছেন। জিডি নম্বর ১৬৪৫।
সুজানা জানান, অসৎ উদ্দেশ্য সাধনের জন্য অসাধু ব্যক্তিরা আমার আইডি হ্যাক করেছে। তদন্ত করে দোষীদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
১৬ অক্টোবর সুজানার ফেসবুক আইডি হ্যাক হয়। তিনি জানিয়েছেন, হ্যাক হওয়া আইডি থেকে বিভ্রান্তিকর কোনো পোস্ট বা ছবি যদি প্রকাশিত হয়, ভক্ত ও শুভানুধ্যায়ীরা যেন সেসব এড়িয়ে যান। আমি ব্যক্তিগতভাবে আইডি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি।
বিডি প্রতিদিন/ফারজানা