১১ নভেম্বর, ২০১৯ ১৯:৩১

কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি

দীপক দেবনাথ, কলকাতা:

কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। সোমবার সকালে হঠাৎ করেই শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয় তাঁর। এরপরই দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, সকালের দিকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে এখন তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।

হাসপাতাল সূত্রে আরও খবর, গায়িকার বুকে ব্যথা ওঠায় সোমবার ভোর দুইটা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য গঠন করা হয়েছে মেডিকেল টিম। 
হাসপাতালের এক কর্মকর্তা জানান, তার বুকে সামান্য সংক্রমণ হয়েছে। তবে আগের চেয়ে এখন তিনি অনেকটাই ভালো আছেন। আগামী তিন-চার দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী। 

গত ২৮ সেপ্টেম্বর ৯০তম জন্মদিন পালন করেন কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী। বিশেষ এই দিনটিতে গোটা বলিউড তাকে শুভেচ্ছা জানিয়েছিল। হিন্দি, বাংলা, মারাঠিসহ একাধিক ভাষায় কয়েক হাজার গান গেয়েছেন লতা। কেবলমাত্র হিন্দিতেই তার গানের সংখ্যা এক হাজার। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ২০০১ সালে পেয়েছেন ভারতরত্ন পুরস্কার।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর