'ম্যারিজ স্টোরি' দিয়ে প্রথমবারের মতো অস্কার জিতেছেন লরা ডার্ন। আজ তার জন্মদিনও। তাই জন্মদিন উদযাপনের আনন্দটা লরার দ্বিগুণ হয়ে ধরা দিল। ৫৩ বছর বয়সে পা রেখেছেন লরা। ১৯৬৭ সালের ১০ ফেব্রুয়ার তার জন্ম।
রবিবার রাতে আসর বসে ৯২তম অস্কারের। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জেতার আগে লরা ডার্ন বলেছিলেন, হয়তো আজ রাতটা বিশেষ হয়ে ধরা দেবে। অস্কারই হতে পারে আমার জন্মদিনের পুরস্কার।
শেষ পর্যন্ত লরা সেই কাঙ্ক্ষিত পুরস্কারটি পেয়ে গেছেন। পুরস্কার হাতে নিয়ে সবাইকে ধন্যবাদ জানান লরা। তিনি বলেন, এটা আমার কাছে জন্মদিনের সেরা উপহার।
এবছর সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রাড পিট। সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন জোকার ছবির অভিনেতা জোয়াকিন ফোনিক্স। সেরা ছবি নির্বাচিত হয়েছে দক্ষিণ কোরিয়ার ছবি প্যারসাইট। ছবিটি সেরা বিদেশি ছবিরও পুরস্কার ঘরে তুলেছে।
বিডি প্রতিদিন/ফারজানা