মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত ছবি ‘জ্বীন’। সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল চ্যানেলে প্রকাশিত হয়েছে এ ছবিটির টিজার। যেখানে বিশ্বাস আর অবিশ্বাসের পাশাপাশি গভীর রহস্য বোঝানো হয়েছে। প্রকাশের পর থেকেই প্রশংসা পাচ্ছে টিজারটি। আগামী ১৩ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা।
৫০ সেকেন্ডের এই টিজারে দেখা যায়, পূজা চেরীর উপর অশরীরী কিছু ভর করেছে এবং সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াছে। আর রোশানকে দেখা যায় ভয়ংকর কিছু একটা অনুসন্ধান করছে। এই ছবির মাধ্যমে অনেকদিন পর বড় পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। তার বিপরীতে জুটি বেঁধেছেন পূজা। এছাড়াও রয়েছে আরেকটি জুটি রোশান ও মুন।
নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক এ ছবির গল্প তৈরি করা হয়েছে জ্বীনকে কেন্দ্র করে। তিনি সিনেমাটি নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, বেশ বড় ফ্রেমের ছবি ‘জ্বীন’। শুটিং পর্ব দ্রুত শেষ করে এর দৃশ্য সম্পাদনার কাজ হয়েছে কলকাতায়। এরপর ভিএফক্সের কাজ হয় রেড চিলিতে। এর আগে ছবিটির টাইটেল গান প্রকাশিত হয়।
বিডি-প্রতিদিন/শফিক