চীনের করোনাভাইরাস আতঙ্কে ভুগছে বিশ্ব। এরই মধ্যে মহামারী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। করোনা থেকে বাঁচতে সবাইকে সাবধান থাকতে হবে। সম্প্রতি এমনই জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর পক্ষ থেকে। ফলে বিমানবন্দরে আসা, যাওয়ার মাঝে প্রত্যেককে মাস্ক ব্যবহারের কথাও জানানো হয়েছে। এবার সেই রাস্তাই নিলেন বলিউড তারকা পরিণীতি চোপড়া!
রণবীর কাপুর এবং আলিয়া ভাটের পর মুখে মাস্ক পরতে দেখা গেল পরিণীতি চোপড়াকে। কিন্তু পরিণীতির ওই ছবি প্রকাশ্যে আসতেই, জোর আক্রমণ করা হয় অভিনেত্রীকে ঘিরে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নয়, মুখে মাস্ক পরে পরিণীতি ফটোশ্যুট করছেন বলে আক্রমণ করা হয় অভিনেত্রীকে।
কেউ বলতে শুরু করেন, দেশে যখন বিভিন্ন বিষয় নিয়ে জোর তোলপাড় শুরু হয়েছে, সেই বিষয়ে নিজের কোনও বক্তব্য না রাখতেই মুখে মাস্ক পরেছেন পরিণীতি। কেউ আবার বলতে শুরু করেন, জবড়িয়া জোড়ি মুখে থুবড়ে পড়ার পর, সেই লজ্জা থেকে বাঁচতে মুখ ঢেকে ফেলেছেন অভিনেত্রী।
যদিও নেটিজেনদের জোরাল আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোন মন্তব্য করেননি পরিণীতি চোপড়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ