ভালোবাসা দিবসে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে নাটক, সিনেমা, গানসহ নানা আয়োজন। মামুন আব্দুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে ভালোবাসার দেশের গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০মিনিটে বৈশাখীর সকালের গানে অংশ নিবেন কিংবদন্তী রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। রাত সাড়ে ৯টায় গানের অনুষ্ঠান ‘মিউজিক ট্রেন’-এ অংশ নেবেন তাহসান, সুস্মিতা আনিস ও তানজীব সারোয়ার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আলম।
ভালোবাসা দিবস উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে তিন সিনেমা। সকাল ১১টায় প্রচার হবে ‘প্রেমের তাজমহল’। অভিনয়ে- রিয়াজ, শাবনূর,রাজীব, আবুল হায়াত প্রমুখ।
দুপুর ২টা ৪৫ মিনিটে রয়েছে ‘বিয়ের প্রস্তাব’। অভিনয়ে- শাকিব খান, পূর্ণিমা, রাজ্জাক, সুচরিতা, খলিল, মিশা প্রমুখ। রাত ১২টায় দেখানো হবে ‘প্রেমের সমাধি’। অভিনয়ে- বাপ্পারাজ, শাবনাজ, অমিত হাসান, অন্তরা, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
ভালোবাসা দিবসের বিশেষ নাটক হচ্ছে ‘প্লে গার্ল’। সন্ধ্যা ৬টা ১৫ মি. এবং রাত ১১টায় প্রচার হবে এটি। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, নাদিয়া মিম, বড়দা মিঠু প্রমুখ।। টিপু আলম মিলনের গল্পে, নাটকটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ।
রাত ৮টায় প্রচার হবে ভালোবাসা দিবসের নাটক:
‘কোজআপ কাছে আসার গল্প’। দর্শকদের কাছ থেকে পাওয়া হাজার হাজার গল্প থেকে বাছাইকৃত সেরা তিনটি গল্প নিয়ে বানানো হচ্ছে এবারের তিনটি নাটক। এবারের বিজয়ী তিন গল্পকার হলেন আহমেদ সেজান, শাহনেওয়াজ মিঠু ও জেরিন তাসনিম মেধা। গতবারের মতো এবারো তিনটি নাটকের একটি পরিচালনা করছেন স্বনামধন্য পরিচালক অনম বিশ্বাস। আহমেদ সেজানের পাঠানো গল্প অবলম্বনে অনম বিশ্বাসের নির্মাণাধীন নাটকটির নাম ‘তোমার পাশে হাঁটতে দিও’। নাটকটির মূল চরিত্রে দেখা যাবে ছোট পর্দার পরিচিত মুখ খায়রুল বাসার ও সুনেরা বিনতে কামালকে। নাটকের অভিনেতা-অভিনেত্রীদের মতো এবার চমক থাকছে পরিচালকদের সারিতেও। এ সময়ের জনপ্রিয় তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন প্রথমবারের মতো পরিচালনা করছেন ভালোবাসা দিবসের একটি নাটক। ‘শেষটা সবাই জানে’ শিরোনামের এই নাটকটি নির্মিত হচ্ছে শাহনেওয়াজ মিঠুর গল্প অবলম্বনে। এই নাটকে মূল চরিত্রে আছেন সুপরিচিত অভিনেত্রী সাফা কবির এবং মেনস ফেয়ার অ্যান্ড লাভলী ‘কে হবে মাসুদ রানা?’-এর রানার্স আপ জুনায়েদ। জেরিন তাসনিম মেধার পাঠানো গল্প থেকে নির্মিত হচ্ছে ‘তোমার কাছেই যাবো’ শিরোনামের নাটকটি। এ সময়ের আলোচিত তরুণ নির্মাতা তানভীর আহসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ সাইদ জামান শাওন ও আয়েশা খান। নাটক তিনটির সঙ্গীত পরিচালনা করছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী, আহমেদ হাসান সানি ও জাহিদ নীরব।
বিডি প্রতিদিন/এ মজুমদার