ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট এর যাত্রা বেশি দিনের না। ২০১৭ সালে প্রথম অডিও ও ভিডিও প্রযোজনায় প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেন। গত তিন বছরের বেশ ভালো ভাবে অডিও ইন্ডাস্ট্রিতে বিগ বিগ প্রডাকশন করেছেন ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট।
আসিফ আকবর, বেলাল খান, ঐশী, ওপার বাংলার আকাশ সেন, কাজী শুভ, শাওন গানওয়ালা, সালমা, প্রতীক হাসান, প্রত্যয় কান, মিলন, লুইপা, মাহতিম সাকিব, কর্নিয়া, লিজা, পূজাসহ আরও জনপ্রিয় শিল্পী নিয়ে কাজ করেছেন ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট।
সেই ধারাবাহিকতায় প্রতি বছরের মত এবারও ভালোবাসা দিবসে বড় ধামাকা নিয়ে হাজির ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট। ভালোবাসা দিবসে প্রকাশ করেছেন ৪টি নতুন অডিও গানের মিউজিক ভিডিও। সব কয়টি গানের মিউজিক ভিডিও প্রকাশ হচ্ছে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়া এক সাথে প্রকাশ হবে ডিজিটাল প্ল্যাটফম জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক এবং রবি স্প্ল্যাসে।
বিডি প্রতিদিন/ফারজানা