ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী রনি রোজালিনের ‘মারিস কেন চোখ’ শিরোনামে একটি গান মুক্তি পেয়েছে। গানের কথা ও সুর করেছেন ইকবাল মাহমুদ। মিউজিক কম্পোজিশন করেছেন আভ্রাল সাহির।
গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। গত ৪ ফেব্রুয়ারি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। সৈকত রেজার পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সাঞ্জু জন ও শিল্পী রনি রোজালিন নিজেই।
গানটি নিয়ে রনি রোজালিন জানান, ‘এটি একটি ভালোবাসার গান। গানের সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। তাই গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ উল্লেখ্য, চট্টগ্রামের মেয়ে রনি বিভিন্ন ভাষার গানে পারদর্শী। তিনি স্টেজ শো ও কনসার্টের পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত গান করছেন।
বিডি-প্রতিদিন/শফিক