তথ্য প্রতিমন্ত্রী ডা মুরাদ হাসান বলেছেন, চলচ্চিত্র ধ্বংস করেছেন চলচ্চিত্রের লোকেরাই। চলচ্চিত্র সিন্ডিকেটদের কারণেই বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে গেলেই চলচ্চিত্র সংকট কেটে যাবে না। চলচ্চিত্র সংকট কাটাতে হলে ভালো সিনেমা নির্মাণ করতে হবে। সেটা আমাদের হচ্ছে না। আগে সেগুলা ঠিক করতে হবে তাহলেই সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে।
বুধবার 'বীর' সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্যপ্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সারাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বীর’ সিনেমাটি।
প্রতিমন্ত্রী আরেও বলেন, সিনেমা বানিয়ে দর্শক টানতে হলে ভালো চিত্রনাট্য লেখক, পরিচালক, নায়ক-নায়িকা তৈরি করতে হবে। এগুলো পারলে বাংলাদেশ চলচ্চিত্র এমনিতেই ঘুরে দাঁড়াবে।
বিডি প্রতিদিন/ফারজানা