অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। বুধবার 'সিক্রেট এজেন্ট' সিনেমার শুটিং শুরু করতে গিয়ে আঘাত পান এ নায়ক।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) শুটিং চলছিল। ছবিতে একটি দৃশ্যের প্রয়োজনে লোহার শিকলে ঝুলে ছিলেন বাপ্পি। হঠাৎ শিকল ছিঁড়ে মাটিতে পড়ে যান। তখন ডান পায়ের হাঁটুতে বেশ চোট পান। আঘাত পাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।
গতকাল আঘাত পাওয়ার পর বাপ্পি বলেন, দৃশ্যটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ শিকল ছিঁড়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছি। পেশাদারিত্বের জায়গা থেকে আঘাত পাওয়ার পরও আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। কারণ এখন শুটিং না করলে পরিচালক বেশ বিপদে পড়বেন, প্রযোজকেরও বেশ লোকসান হবে। শুটিং শেষ করে চিকিৎসকের কাছে যাব।
সাফউদ্দিন সাফির পরিচালিত 'সিক্রেট এজেন্ট' ছবির শুটিং শুরু হয় ২৭ জানুয়ারি থেকে। অ্যাকশন থ্রিলার গল্পের এ সিনেমায় বাপ্পীর বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়িকা উষ্ণ হক।
বিডি প্রতিদিন/ফারজানা