আগামী ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবস উপলক্ষে সিডি চয়েজ মিউজিক থেকে প্রকাশিত হতে যাচ্ছে কন্ঠশিল্পী মুনা ও মাসুমের ' তোর পাড়ায় থাকে মন' শিরোনামের গানের মিউজিক ভিডিও।
মাসুমের কথা ও সুরে গানটির সঙ্গীত আয়োজনে ছিলেন আহমেদ সজীব। রোমান্টিক-বিরহ ধাঁচের গানটির চিত্র ধারণ করা হয়েছে টাঙ্গাইলের মধুপুরে। গানটিতে মডেল হয়েছেন সোনিয়া জান্নাত ও রাজ জনি।
গানটি সম্পর্কে কন্ঠশিল্পী মুনা বলেন, গানটি নিয়ে আমি অনেক আশাবাদি ছিলাম। এর মিউজিক ভিডিও টাও দারুণ হয়েছে। গানটির কথা ও সুর অসাধারণ। মাসুম ভাইও অসাধারণ গেয়েছেন। আশাকরি শ্রোতা ও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাব। বিশেষ ধন্যবাদ সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমনকে, যার জন্য সবকিছু সুন্দরভাবে করা সম্ভব হয়েছে। ”
সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন বলেন, মাসুম ও মুনা কন্ঠশিল্পী হিসেবে এরইমধ্যে বাংলা সঙ্গীতজগতে আলাদা অবস্থান করে নিয়েছেন। তাদের দু'জনের গায়কী অসাধারণ। 'তোর পাড়ায় থাকে মন' গানের গায়কী, সুর ও ভিডিও দর্শকদের ভালো লাগবে বলে আমি আশাবাদী।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ