এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ডের লাল গালিচায় প্রিয়াঙ্কার চোপড়ার পোশাক নিয়ে আলোচনা থামছেই না। খোলামেলা পোশাক পরে সমালোচিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে পরিবারের সদস্যদের পাশেই পাচ্ছেন তিনি। সম্প্রতি প্রিয়াঙ্কাকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন তার চাচাতো বোন অভিনেত্রী মীরা চোপড়া।
মীরা বলেছেন, গ্র্যামির রেড কার্পেটে প্রিয়াঙ্কা যে নেকলাইন পোশাক পরে হাজির হন, তা ছিল অসাধারণ। ডিজাইনার রালফ রুশোর পোশাকে সুন্দর মানিয়েছিল তাকে। শুধু তাই নয়, সেদিন পোশাককে সুন্দরভাবে নিজের সঙ্গে প্রিয়াঙ্কা মানানসইও করে নিয়েছিলেন। নেকলাইন পোশাকে যেন সেদিন ঝলসে উঠছিলেন প্রিয়াঙ্কা।
মীরার বক্তব্য, যদি কেউ প্রিয়াঙ্কার সেই পোশাক পছন্দ না করেন, তাহলে দেখবেন না। কিন্তু প্রিয়াঙ্কাকে নিয়ে নোংরা কথা বলবেন না। আর প্রিয়াঙ্কা ওইসব কথা নিয়ে কখনও মাথা ঘামাননি বলেও জানান মীরা চোপড়া।
সম্প্রতি গ্র্যামির রেড কার্পেটে রালফ রুশোর পোশাক পরে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর নেকলাইন পোশাক দেখে জোর সমালোচনা শুরু হয়ে যায় সোশ্যাল সাইটে। সমালোচনা শুরু হতেই মেয়ের সমর্থনে কথা বলেছিলেন অভিনেত্রীর মা মধু চোপড়া।
বিডি প্রতিদিন/ফারজানা