জনপ্রিয় টিভি-প্রযোজক শেখ রিয়াজউদ্দিন বাদশাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৫ ফেব্রুয়ারি বিকেলে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শেখ রিয়াজউদ্দিন বাদশাহ বাংলাদেশ টেলিভিশনের নাট্য নির্মাতা ও মহাব্যবস্থাপক ছিলেন। অসংখ্য উঁচুমানের অনুষ্ঠান নির্মাণে নাম কুড়িয়েছিলেন। ঈদ-ম্যাগাজিন মানেই নির্মাতা হিসেবে তিনি ছিলেন শীর্ষে।
শেখ রিয়াজউদ্দিন বাদশাহ পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করতেন। প্রবাসে বেশ কিছু সামাজিক প্রামাণ্যচিত্র বানিয়েছিলেন তিনি।
শেখ রিয়াজউদ্দিন বাদশাহকে সমাধিস্থ করা হবে বাংলাদেশের মানিকগঞ্জে।
বিডি প্রতিদিন/ফারজানা