১৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৫৬

ফিল্মফেয়ার নিয়ে বিতর্ক, বেশিরভাগ পুরস্কার 'গাল্লি বয়'র ঝুলিতে

অনলাইন ডেস্ক

ফিল্মফেয়ার নিয়ে বিতর্ক, বেশিরভাগ পুরস্কার 'গাল্লি বয়'র ঝুলিতে

ভূমি পেদেনকার ও তাপসী পান্নু

বলিউডে ৬৫তম ফিল্মফেয়ার পুরস্কার ঘোষণার পরপর এ সম্মাননা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ বছর 'গাল্লি বয়' ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। এ ছবিতে তার পর্দা উপস্থিতি ছিল ২০ মিনিট। কিন্তু এ সম্মাননা জেতার লড়াইয়ে ছিলেন বিদ্যা বালান, রানি মুখার্জীর মতো দাপুটে অভিনেত্রীরা। অনন্যা পান্ডেকে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার দেয়া নিয়েও চলছে নানা ব্যঙ্গ বিদ্রুপ।

এক নজরে ফিল্মফেয়ার ২০২০

সেরা ছবি: গাল্লি বয়
সমালোচকদের বিচারে সেরা ছবি: আর্টিকেল ১৫ ও সোনচারিয়া
সেরা নির্মাতা: জোয়া আখতার, গাল্লি বয়
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট, গাল্লি বয়
সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী: ভূমি পেদেনকার ও তাপসী পান্নু, ষান্ড কি আঁখ
সেরা অভিনেতা: রনবীর সিং, গাল্লি বয়
সমালোচকদের বিচারে সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরানা, আর্টিকেল ১৫
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: সিদ্ধান্ত চতুর্বেদী, গাল্লি বয়
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: অমরুতা সুভাষ- গাল্লি বয়
সেরা মিউজিক অ্যালবাম: গাল্লি বয় ও কবির সিং
সেরা নবাগত নির্মাতা: আদিত্য ধর- উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক
সেরা নবাগত অভিনেতা: অভিমন্য দাসানি- মর্দ কো দর্দ নেহি হোতা
সেরা নবাগতা অভিনেত্রী: অনন্যা পান্ডে, স্টুডেন্ট অব দ্য ইয়ার টু
সেরা লিরিকস: আপনা টাইম আয়েগা (গাল্লি বয়)
সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং, কলঙ্ক নেহি (কলঙ্ক)
সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও, গুংরু (ওয়্যার)
সেরা সংলাপ: বিজয় মৌর্য, গাল্লি বয়
সেরা চিত্রনাট্য: রিমা কাগতি ও জয়া আখতার, গাল্লি বয়
সেরা কোরিওগ্রাফি: রেম্যু ডি সুজা- ঘর মোরে পরদেশিয়া (কলঙ্ক)

সূত্র: বলিউড হাঙ্গামা

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর