বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন করোনাভাইরাস নিয়ে সচেতন বার্তা দিয়ে চলেছেন। যদিও কিছুদিন আগে আমাবস্যায় ভাইরাসের শক্তি বাড়ে এমন মন্তব্য করে স্য়োশাল মিডিয়ায় ট্রোল হন অমিতাভ বচ্চন। পরে সেই টুইট মুছেও দেন তিনি। এবার বিগ বি'র দাবি, মানুষের মল থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস।
নিজের একটি ভিডিও ট্যুইট করেন অমিতাভ। সেখানে দাবি করেন, করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মলে কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। আর সেই মলে মাছি বসলে আরও মারাত্মক ভাবে ছড়িয়ে পড়তে পারে করোনা।
সচেতনতামূলক প্রচারের লক্ষ্য়েই ভিডিও ট্যুইট করেন বিগ বি। তিনি বলেন, এই সময়ে কোনওভাবেই বাইরে মল ত্যাগ করবেন না। শৌচাগারেই মল ত্যাগ করুন। কারণ খোলা জায়াগায় মল ত্যাগ করলে তার মধ্য়ে মাছি বসতে পারে। সেই মাছির থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। কারণ মলের মধ্য়ে কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে এই ভাইরাস।
ভিডিয়োয় আন্তর্জাতিক মেডিক্য়াল জার্নাল ল্য়ানসেটের রিপোর্টের কথা উল্লেখ করেছেন বিগ বি। যা সত্য়ি হলে ভারতের মতো দেশের ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ