২৬ অক্টোবর, ২০২০ ১৬:৫৫

মুচলেকায় জামিন পেলেন টোকন ঠাকুর

অনলাইন ডেস্ক

মুচলেকায় জামিন পেলেন টোকন ঠাকুর

টোকন ঠাকুর

নব্বইয়ের দশকের অন্যতম কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার টোকন ঠাকুরকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় টোকন ঠাকুরের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।  

আগামীকাল পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। মঙ্গলবার টোকন ঠাকুরকে নিয়মিত আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী প্রকাশ বিশ্বাস এ তথ্য জানান।  

রবিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন কাঁটাবন এলাকা থেকে টোকন ঠাকুরকে গ্রেফতার করা হয়।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম কোর্ট) আদালতে ৩ অক্টোবর জারি করা গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ নামে একটি সিনেমা বানানোর জন্য সরকারি অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। কিন্তু সময়মতো সিনেমাটি বানিয়ে মুক্তি না দেওয়ায় ২০১৬ সালে তার বিরুদ্ধে মামলাটি করে তথ্য মন্ত্রণালয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর