ব্রিটিশ সঙ্গীতশিল্পী হ্যারি স্টাইল মার্কিন সাময়িকী ভোগের প্রচ্ছদে একক পুরুষ মডেল হয়ে রেকর্ড গড়েছেন। সাময়িকীর প্রচ্ছদে কোনো একক পুরুষ মডেল হওয়ার এটাই প্রথম ঘটনা।
মার্কিন সাময়িকী ভোগের ডিসেম্বর সংস্করণে দেখা যাবে হ্যারি স্টাইলকে। এতে তিনি নিজের পোশাক, সঙ্গীত ও জীবনযাপন নিয়ে কথা বলেছেন।
প্রচ্ছদের জন্য তোলা ছবিতে হ্যারিকে গাউন পরা দেখা গেছে। গাউনটি ডিজাইন করেছেন গুচ্চির আলেসান্দো মিশেল। গাউনের সঙ্গে হ্যারি পরেছেন টাক্সিডো জ্যাকেট।
শুধু সঙ্গীত নয়, বিচিত্র সব পোশাক পরার জন্যও আলোচনায় থাকেন হ্যারি। পুরুষ-নারীদের পোশাক আলাদা আলাদা, তা মানতে রাজি নন হ্যারি। তার কাছে যে পোশাক ভালো লাগে সেই পোশাকই তিনি পরে নেন। পোশাক বাছাইয়ের ক্ষেত্রে হ্যারির কাছে স্বস্তিই সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
ভোগকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি বলেছেন, ছোটবেলা থেকে বিচিত্র ধরনের পোশাক আমার পছন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা