১ ডিসেম্বর, ২০২০ ১৬:০৮

মনস্তাত্বিক পটভূমির স্বল্পদৈর্ঘ্য ‘মেন্টাল প্যান্ডামিক’

অনলাইন ডেস্ক

মনস্তাত্বিক পটভূমির স্বল্পদৈর্ঘ্য ‘মেন্টাল প্যান্ডামিক’

প্রায় এক বছর ধরে বিশ্বব্যাপী চলছে করোনা প্যান্ডেমিক। এর ফলে প্রকৃতির পাশাপাশি নারী-পুরুষের সম্পর্কেও একটা পরিবর্তন ঘটে গেছে। এমন একটি মনস্তাত্বিক পটভূমির গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেন্টাল প্যান্ডামিক’। 

গল্পে মূলত তুলে ধরা হয়েছে যাদু বাস্তবতা, যা কিনা ছকবাঁধা জীবনের একটু অন্যরকম গল্প, পরম যাদু। নারী পুরুষের সম্পর্কের জটিল রসায়ন, কল্পনা আর বাস্তবের সংঘর্ষসহ নানা চমক নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ও আনন্দ খালেদের রচনায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন দোলন দে ও আনন্দ খালেদ। প্রযোজনা করেছে টিম ইউটিউবার বিডি। 

মৌলিক গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্যটি সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টিম ইউটিউবার বিডি’র নিজস্ব ইউটিউব চ্যানেল নিউয়েরা ফিকশনে। 

চন্দ্রদ্বীপ বলেন, এটি মূলত হিউম্যান সাইকোলজি নিয়ে তৈরি। প্রতিটি মানুষের একটা মোহ থাকে, একটা জগতের প্রতি হাতছানি থাকে, একটা স্বপ্নের আকাঙ্ক্ষা থাকে। অনেক সময় সেগুলোর দিকে এগোতে এগোতে গিয়ে পতনও হয়ে যায়। তখন মানুষ বুঝতে পারে, একটা মানুষের ভেতর অনেকগুলো মানুষ থাকে, অনেকগুলো পৃথিবী থাকে। ‘মেন্টাল প্যান্ডামিক’ মূলত সেই বিষয়গুলো নিয়েই তৈরি। 

আনন্দ খালেদ বলেন, ‘মেন্টাল প্যান্ডামিক’ একটি অন্য ধরনের গল্প। যে গল্প প্রতিটি মানুষের ভেতরেই কোন না কোনভাবে সুপ্ত রয়েছে। কিন্তু সেটা প্রকাশ করা হয়ে ওঠে না সবসময়। এখানে সেটিই তুলে ধরা হয়েছে। মেন্টাল প্যান্ডামিকে দর্শকেরা অন্য রকম একটি ভাবনার খোরাক পাবেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর