২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:১৩

বিজেপির অফার নিয়ে মুখ খুললেন পায়েল

অনলাইন ডেস্ক

বিজেপির অফার নিয়ে মুখ খুললেন পায়েল

রাজনীতির জ্বর এখন টলিউডেও। একে একে দলে ভিড়ছেন ওপার বাংলার তারকারা, কেউ তৃণমূলে, তো কেউ বিজেপিতে। সম্প্রতি বিজেপিতে যোগ দেন আলোচিত অভিনেত্রী পায়েল সরকার। তবে বিজেপিকে কেন বেছে নিলেন তিনি? এর উত্তরে এই অভিনেত্রী জানান, ‘সত্যি কথা বলতে এর আগে যোগদানের অফার পাইনি। যখন বিজেপির অফার পেলাম, মনে হল এটাই সঠিক সময়।’

বিজেপির অফার ও রাজনীতিতে আসা নিয়ে এভাবেই মুখ খোলেন পায়েল। তিনি আরও বলেন, ‘২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদিকে অনুসরণ করছি। বিজেপি সরকারের আমলে ভারতে অনেক পরিবর্তন এসেছে। এমন অনেক উন্নয়নমূলক পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে যা অন্য কোনও সরকার নিতে পারেনি। এমন ছোট ছোট অনেক কিছু জিনিস আমাকে আকর্ষণ করেছে।’

‘মানুষের জন্য কাজ করতে চাই, আর সেটা একা করা যায় না। একটা সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে হবে। বিজেপি যে সোনার বাংলার স্বপ্ন দেখাচ্ছে আমরা সেটাই চাই। উল্লেখ্য, শুধু পায়েল নয়, নির্বাচনের আগে ‘তারকাখচিত’ হয়ে উঠছে ওপার বাংলার সব দলই। রাজ চক্রবর্তী থেকে শুরু করে সায়নী ঘোষ, মানালী দে, কাঞ্চন মল্লিক, দীপঙ্কর দে, ভরত কল, শ্রীতমাসহ একঝাঁক তারকা যোগ দেন তৃণমূলে। 

অন্যদিকে যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে বিজেপিতে যোগ দেওয়ার তারকা সংখ্যা কম নয়। সেই তালিকাতেই নতুন সংযোজন পায়েল সরকার। যদিও এখনো প্রসেনজিৎ, জিৎ ও কোয়েল মল্লিককে কোনো রাজনৈতিক দলে সমর্থন বা যোগ দিতে দেখা যায়নি। সূত্র : এবিপি আনন্দ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর