বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করে ইতোমধ্যে বেশ নজর কেড়েছেন শোবিজের পরিচিত মুখ আমান রেজা। কিছুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত ‘গন্তব্য’ চলচ্চিত্রটি।
আর এখন ব্যস্ত রয়েছেন ইফতেখার আহমেদের ‘মুক্তি’ ও অপূর্ব রানার ‘যন্ত্রণা’ চলচ্চিত্রসহ বেশকিছু কাজ নিয়ে। অন্যদিকে ২০১৫ সালে ছোটপর্দা থেকে বড় পর্দায় ফারজানা রিক্তার অভিষেক হয় নায়ক বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর মুক্তি পায় তার ‘একাত্তরের নিশান’ ও ‘আলতা বানু’।
নতুন খবর হচ্ছে, এবার আমান রেজা ও ফারজানা রিক্তা জুটি করছেন শাপলা মিডিয়া প্রযোজিত চলচ্চিত্র ‘পরী তোমার জন্য’। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু।
জানা যায়, উত্তরায় শুটিং শেষে এপ্রিলের মাঝামাঝি সময় কক্সবাজারে হবে পুরো সিনেমার দৃশ্য ধারণ। একটানা কাজ করে শেষ হবে সিনেমার কাজ। আমান বলেন, ‘এটি অফট্যাকের সিনেমা। আর গল্পটি কক্সবাজারের উপরে। আমার নাম আদনান আর আমার বৌয়ের নাম পরী। আশা করছি, সুন্দর একটি চলচ্চিত্র হবে।’ আর রিক্তা বলেন, ‘আমি পরী চরিত্রটি করছি। অসাধারণ একটি চরিত্র! আমার নায়ক আমান।
বিডি প্রতিদিন/আবু জাফর