জি-ফাইভ গ্লোবাল মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাদের চতুর্থ বাংলা অরিজিনাল রোমান্টিক কমেডি ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’ মুক্তির ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ ছবি মুক্তির ঘোষণা দেন। ছবিটি ১ এপ্রিল থেকে জি-ফাইভ এ স্ট্রিম হবে। ‘যদি কিন্তু তবুও’ জি ফাইভ গ্লোবালের প্রথম পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম। অন্যান্য বাংলা অরিজিনালের মত এটাও বাংলাদেশের দর্শকরা ফ্রি দেখতে পাবেন।
ছবি মুক্তির ঘোষণা দিয়ে অর্চনা আনন্দ বলেন, আমার আশা বাংলাদেশসহ বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করবে এই ছবিটি।
ছবি মুক্তি উপলক্ষে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে হাজির হন তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, নুসরাত ফারিয়া, ইমতু রাতিশ এবং আমান রেজা। পরিচালক শিহাব শাহীনসহ তারা জানিয়েছেন সিনেমাটিতে কাজ করতে গিয়ে তাদের অভিজ্ঞতার কথা। অপূর্ব এবং ফারিয়াকে প্রথমবারের মতো পর্দায় জুটি হিসেবে দেখা যাবে এ সিনেমায়। তাদের সাথে এ সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরি আলম, নাজিবা বাশার, ইমতু রাতিশ এবং আমান রেজা। যদি কিন্তু তবুও সিনেমাটি উপস্থাপিত হচ্ছে ইভ্যালি এবং সহ-উপস্থাপনায় রয়েছে গদরেজ গুড নাইট।
বিডি প্রতিদিন/ফারজানা