১৫ দিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে রয়েছেন নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ। তিনি জানান, ২১ মার্চ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্বিতীয় দফায় বাবাকে আইসিইউতে নেওয়া হয়, এখনও আইসিইউতে আছেন।
নিয়মিত চেকআপের জন্য গত ১৩ মার্চ সিঙ্গাপুরে গিয়েছিলেন ঢাকা-১৭ আসনের এই এমপি। সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ফারুক। এরপর তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়।
এদিকে সোমবার রাত ৮টায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে জানান, আজ সন্ধ্যার পর সিঙ্গাপুরে থাকা ফারুক ভাইয়ের স্ত্রীর (ফারজানা পাঠান) সাথে কথা হয়। তিনি জানান, ফারুক ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। কিডনিসহ আরও বেশকিছু সিরিয়াস জটিতলতার কথা চিকিৎসকরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ