প্রখ্যাত অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মরদেহ রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার দাফনের সিদ্ধান্ত শনিবার সকালে জানানো হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
শুক্রবার রাতে তিনি বলেন, ‘কবরী আপার জানাজা ও দাফনের ব্যাপারে সকালে সিদ্ধান্ত হবে। আপাতত তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।’
শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কবরী। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।
বিডি প্রতিদিন/এমআই