দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘মান অভিমান‘র এই সপ্তাহের কাহিনী সংক্ষেপে দেখা যাবে, রাহাত-রানুর সাথে ভালো ব্যবহার করে বন্ধুত্ব তৈরি করে ফারিয়া। আর এই বন্ধুত্বের আড়ালে সে বিছাতে থাকে নানা চক্রান্তের জাল। তারই ধারাবাহিকতায় রাহাতকে সে গোপনে পরামর্শ দেয় রানুকে মানসিক রোগের ডাক্তার দেখাতে।
এটা শুনে প্রথমে রানু রেগে গেলেও ফারিয়া তাকে রাজী করায়। রানুকে নিয়ে ফারিয়া মানসিক রোগের ডাক্তারের কাছে যায়। কিন্তু সে আসলে ডাক্তার না, ফারিয়ারই ভাড়া করা একজন দক্ষ অভিনেত্রী। এই কথিত ডাক্তারের কাছেই রানুর চিকিৎসা চলে। এটা কি রানুকে পাগল বানিয়ে রাহাতের সংসার থেকে বের করার ফারিয়ার চক্রান্ত, নাকি রানুর জন্য অপেক্ষা করছে এর চেয়েও ভয়ঙ্কর কিছু?
বিখ্যাত লেখক জেন অস্টিনের জনপ্রিয় উপন্যাস 'প্রাইড এন্ড প্রেজুডিস'-এর অনুপ্রেরণায় মান অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। নাটকটি পরিচালনা করছেন আশিস রায়। মান অভিমান নাটকে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হকসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির