পর্নকান্ডের পর থেকে টালমাটাল বিটাউনের আলোচিত দম্পতি শিল্পা শেঠী ও রাজ কুন্দ্রার সংসার। রাজের সঙ্গে শিল্পারও নাম জড়িয়েছে এ ঘটনায়। সম্প্রতি এই নায়িকার এক বন্ধু সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে রাজের ঘটনায় শিল্পা বিস্মিত ও আহত।
রাজের ব্যাপারে নাকি কোনও কিছুই জানতেন না তিনি। কিন্তু সবটা জানার পর তিনি আর রাজের বাড়িতে থাকতে চান না। এমনকি তার সন্তানদেরও রাজের থেকে দূরে রাখতে চান। শিল্পার বন্ধু তাদের সেপারেশনের কথা জানালেও এ ব্যাপারে কোনো সত্যতা মেলেনি।
শিল্পার ওই বন্ধু আরও জানিয়েছেন, অভিনেত্রী তার সন্তানদেরকে রাজ কুন্দ্রার অবৈধ পতে আয় করা সম্পদ থেকে দূরে সরিয়ে নিতে চান। স্বামীর সম্পদ থেকে একটি পয়সাও নিতে চান না তিনি। তিনি টিভি-শো এবং ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যা আয় করেন, সেটাই সন্তানদের জন্য যথেষ্ট বলে মনে করছেন অভিনেত্রী।
সূত্র : জি নিউজ ও বলিউড হাঙ্গামা।
বিডি-প্রতিদিন/শফিক