১৮ অক্টোবর, ২০২১ ১৩:০৩

শেখ রাসেলকে নিয়ে টিভি অনুষ্ঠান ‘অসমাপ্ত শৈশব’

অনলাইন ডেস্ক

শেখ রাসেলকে নিয়ে টিভি অনুষ্ঠান ‘অসমাপ্ত শৈশব’

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনের বিশেষ অনুষ্ঠান ‘অসমাপ্ত শৈশব’। সম্প্রচারিত হবে একুশে টেলিভিশনে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায়। অনুষ্ঠানে থাকছে পুতুল নাটক বর্ণমালা সাংস্কৃতিক সংগঠনের শিশুকিশোরদের নাচ-গান।

এছাড়া শেখ রাসেলকে নিয়ে বেবী মওদুদ, কবি মহাদেব সাহা ও পীযুষ বন্দোপাধ্যায়ের লেখা আবৃত্তিও থাকছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রুশো রকিব।

উল্লেখ্য, শেখ রাসেলের জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলও নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর