১৭ জানুয়ারি, ২০২২ ১০:২১

১৯ বছর পর ফের বড়পর্দায় হৃতিক-সাইফ

অনলাইন ডেস্ক

১৯ বছর পর ফের বড়পর্দায় হৃতিক-সাইফ

হৃতিক-সাইফ।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের ভারতের কয়েকটি শহরে বন্ধ রাখা হয়েছে সিনেমা হল। কোথাও কোথাও ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছে। যার কারণে বেশ কিছু সিনেমা মুক্তি স্থগিত রেখেছেন নির্মাতারা।

এর মাঝেই নিজের জন্মদিনে বড় ঘোষণা দিয়েছিলেন হৃতিক রোশন। দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন তিনি। পরবর্তী ছবি 'বিক্রম বেদা'-তে গ্যাংস্টার বেদার ভূমিকায় দেখা যাবে হৃতিককে। 

বি টাউন সূত্রের খবর, তামিল হিট ছবি 'বিক্রম বেদা'র হিন্দি রিমেক এটি। তামিলে 'বিক্রম বেদা' ছবিতে মাধবন এবং বিজয় শেতুপতি অভিনয় করেছিলেন। গ্যাংস্টার হৃতিকের বিপরীতে সাইফ আলি খানকে দেখা যাবে সৎ পুলিশ অফিসারের ভূমিকায়। প্রায় ১৯ বছর পর ফের একবার বড়পর্দায় স্ক্রিন শেয়ার করবেন এই দুই বলিউড তারকা। এর আগে ২০০২ সালে মুক্ত পাওয়া 'না তুম জানো না হাম' ছবিতে প্রথমবার বড়পর্দায় দর্শকদের সামনে হাজির হয়েছিলেন হৃতিক-সাইফ। সাইফ আলি খানের স্ত্রীর চরিত্রে রাধিকা আপ্তেকে দেখা যাবে বলেই শোনা যাচ্ছে। 

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’।  ইতোমধ্যেই হায়দরাবাদে চলছে সিনেমার শুটিং। এরপর কলকাতায় সিনেমার আরও কিছু দৃশ্যের শুটিং হবে বলেই সূত্রের খবর। মার্চ মাসে হৃতিক আর সাইফ দুইজনেই কলকাতায় আসবেন। উত্তর কলকাতার বেশ কিছু জায়গা বেছে নেওয়া হয়েছে শুটিংয়ের জন্য। তাছাড়াও হাওড়া ব্রিজের উপর হবে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর