আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘গেহরাইয়্যা’। কঙ্গনা রানাওয়াতসহ অনেকেই ছবিটির সমালোচনা করেছেন। কঙ্গনার মতে, ‘এই ছবিতে কোনো গভীর দর্শন নেই। আর শরীর প্রদর্শন করে ছবিটিকে রক্ষাও করা যাবে না।’ তবে ছবিটির ব্যাপক প্রশংসা করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি ছবিটিকে ‘মাস্টারপিস’ আখ্যা দিয়েছেন।
১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘গেহরাইয়্যা’ ছবিতে দীপিকা ছাড়াও আরও অভিনয় করেছেন অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, নাসিরুদ্দিন শাহ ও রজত কাপুর। ছবিটি পরিচালনা করেছেন শকুন বাত্রা। শ্রাবন্তী বলেছেন, ছবিটি তার ভীষণ ভালো লেগেছে এবং ভারতীয় দর্শকদের সকলের উচিত ছবিটি দেখা। পাশাপাশি এরকম একটা বিষয়বস্তুকে নিয়ে বলিউডে সিনেমা তৈরি হচ্ছে সেই সাহসী পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনেও অভিনেত্রী শ্রাবন্তী বেশ সাহসী। মাঝেমধ্যেই বিতর্কিত সিদ্ধান্ত নিতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা এবং কটাক্ষের সম্মুখীন হয়েও নিন্দুকদের বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী।
বিডি প্রতিদিন/ফারজানা