চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও নানা অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পিরোজপুর টাউন ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জায়েদ খানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট ঘটনা নিয়ে ঢাকায় নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করা হয়।
পিরোজপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার, পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্য দিপংকর মাতা মিন্টু, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সাগর শিকদার, সংবাদ কর্মী জোবায়ের আল মামুন, ব্যবসায়ী নেতা মেজবাহ উদ্দিন সাবু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পিরোজপুরে হিন্দু পরিবারের সম্পত্তি দখল নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে একটি মহল মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ-তথ্য প্রকাশ করছেন। তিনি ওই সম্পত্তি দখল বা ওই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কোনো রকম জড়িত না।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি জায়েদ খানকে নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে পিরোজপুরের গীতা রানী হালদার নামে এক নারী তার জমি ও ক্লিনিকের ভবন দখলের অভিযোগ করে মানববন্ধন করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন